করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বুধবার (৪ মে) পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ব্লিঙ্কেন করোনার টিকা ও পরে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে তার শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি কাজ করছেন তিনি।

এর আগে শনিবার ব্লিঙ্কেনসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে রাতের খাবারে যোগ দেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। তবে বাইডেন করোনা নেগেটিভ বলে জানায় হোয়াইট হাউজ।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ শতাংশ আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছে। ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত অ্যান্টিবডি জরিপে এ কথা বলা হয়েছে।

এ সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি হিসাবে আট কোটি লোকের কোভিডে আক্রান্তের খবর বলা হয়েছিল।

দেশব্যাপী পরিচালিত এই জরিপে আরও বলা হয়েছে, ১৮ বছরের নিচের মোটামুটি ৭৫ শতাংশ লোক কোভিডে আক্রান্ত হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিমাসে প্রায় ৭৫ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ৪৫ হাজার রক্তের নমুনা পরীক্ষা করে এ জরিপ চালানো হয়।

জরিপটি টিকা নেওয়ার ভিত্তিতে নয়; বরং কোভিডে আক্রান্ত হয়েছে এমন লোকের অ্যান্টিবডি নিয়ে করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫০ কিংবা তদূর্ধ্ব লোককে টিকার চতুর্থ ডোজ এবং এর চেয়ে কম বয়সীদের টিকার তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *