রোহিঙ্গাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের জন্য জবাবদিহি করতে হবে : জাতিসঙ্ঘ

Slider সারাবিশ্ব

জাতিসঙ্ঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু এনদেরিতু বলেছেন, যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের জবাবদিহি করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলছে তারা মিয়ানমারে তাদের স্বদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু কেবল নাগরিকত্ব, নিরাপত্তা পাবার পর তবে।’

জাতিসঙ্ঘের সহকারী সাধারণ সচিব সম্প্রতি কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করে বলেছেন, প্রায় পাঁচ বছর হচ্ছে ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতার এই জঘন্য এই ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে সাত লাখের বেশি বাংলাদেশে পালিয়ে আসে।

এনদেরিতু তার সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, অন্যান্য সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সাথে দেখা করেন এবং বাংলাদেশে তার প্রথম সরকারি সফর সফল করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা, সুরক্ষা ও মৌলিক মানবাধিকার সুরক্ষিত করার জন্য আমাদের আরো সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বাংলাদেশ কক্সবাজার ও ভাসানচর দ্বীপে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *