ফিলিপাইনে অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ জনের মৃত্যু

Slider সারাবিশ্ব


ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ মে) স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের ছয়জনই শিশু।
বার্তা সংস্থা এএফপিকে দমকল বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচাইদো জানান, অন্তত ৮০ টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ২ ঘণ্টা সময় লাগে। অনেকে ঘরের ভেতর থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু ঘটে। এখনো মৃতদের বয়স জানা যায়নি।

তিনি আরও জানান, কুইজন শহরের জনাকীর্ণ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখান থেকে পরে অন্যান্য বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

গ্রেগ বিচাইদো বলেন, বাড়িগুলো হাল্কা উপকরণে তৈরি। যখন আগুন লাগে তখন মানুষ ভয় পেয়ে গিয়েছিল। আমাদের স্টেশন কাছেই কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের ডাকতে পারেনি।

তবে কী কারণে আগুন লেগেছে এখনো তা জানা যায়নি।

ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুল সংখ্যক বাসিন্দা বাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *