হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ

Slider অর্থ ও বাণিজ্য


মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধের কবলে।

আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর অভ্যন্তরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আগামী ১ মে (রোববার) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির থাকার কারণে সেদিনও বন্ধ থাকবে।

আগামী ৭ মে (শনিবার) পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু থাকবে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে লোড-আনলোডসহ সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *