ভালুকায় জামিরা পাড়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা মানবতার পাশে

Slider টপ নিউজ


ভালুকা(ময়মনসিংহ)ঃ ১১ নং রাজৈ ইউনিয়নের ঐতিহ্যবাহী জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মিলিত ভাবে ইউনিয়ন ও আশেপাশের গ্রামের ১০০ টি দরিদ্র অসহায় পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়, ওয়াসিফ আহমেদ কিশোরের নেতৃত্বে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষার্থী নাবিল হায়দার যুবরাজ, বায়জীদ হাসান,রাহাত আহমেদ, জাকির হোসেন,সোহেল,স্বপন, তারেক রহমান,জনি আহমেদ, ও মোস্তাকিম ,,ঈদ উপহারে ছিলো সেমাই, নুডসল,সাবান,চিনি,,,এবং দুস্থ ও বয়স্ক বিধবাদের জন্য শাড়ী লুঙ্গি দেওয়া হয়।


একটি সাত বছরের বাবা মা হারা এতিম ছেলেকে ঈদ উপহার ও ঈদ পোষাক খরচ বাবদ ৫০০ টাকা ও তার খাবার কিনে দেওয়া হয়। ২০২০ সালে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় ও উদ্যোগে এই যাত্রা শুরু হয় প্রথম অবস্থায় ৪০ টি পরিবারকে ঈদ উপহার ও শীতকালীন ২০ টি কম্বল দেওয়ার মাধ্যমে শুরু হয় পথচলা কিন্তু এবার জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের ও অন্যদের সহযোগিতায় মোট ২০ হাজার টাকা প্রাক্তন শিক্ষার্থী ফান্ডে জমা হয়,,সেখান থেকে ১০০ টি পরিবারের জন্য ঈদ উপহার ব্যবস্থা করা হয়,,।

উল্লেখ্য প্রাক্তন শিক্ষার্থী রিপন আনসারী বিধবা ও বয়স্কদের জন্য ৮ টি শাড়ি ও ৮ টি লুঙ্গি প্রদান করেন। জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর ঈদ উপহার বিতরনে সহযোগিতা করেন

১ঃ ড.একেএম রিপন আনসারী
২ঃএমদাদুল হক
৩ঃআবুল বাসায়
৪ঃনাদিয়া আক্তার
৫ঃ তারেক রহমান
৬ঃরাকিবুল ইসলাম সাগর
৭ঃনাবিল হয়দার যুবরাজ
৮ঃনূর মোহাম্মদ ফজলুল হক টুটুল
৯ঃবায়জীদ হাসান
১০ঃতাহমিনা জামান
১১ঃলতিফুর রহমান
১২ঃআনছারুল হক
১৩ঃমিজানুর রহমান কিরন
১৪ঃশফিকুল ইসলাম পাঠান মাহবুব
১৫ঃআনছারুল খান
১৬ঃ বহিরাগত
১৭ঃদিপা ভালুকা -(বহিরাগত)-
১৮ঃসাদেক মাহমুদ রিয়াদ
১৯ঃনয়ন আহমেদ
২০ঃশাহাব উদ্দিন আহমেদ
২১ঃশাহ আল মামুন
২২ঃসোহেল
২৩ঃজাকির হোসেন
২৪ঃজাকির হোসেন মহসিন
২৫ঃ তোফায়েল সায়েম
২৭ঃতসলিম তালুকদার
২৮ঃসিরাজুল ইসলাম
২৯ঃহাসিবুর রহমান
৩০ঃফয়সাল হাসান
৩১ঃজাকির হোসেন বজলু
৩২ঃজনি আহমেদ
৩৩ঃআলামিন হাসান অনিক
৩৪ঃলুৎফর রহমান
৩৫ঃমীর মোস্তফা কামাল
৩৬ঃজান্নাত খান
৩৭ঃআশিক
৩৮ঃশাওন
৩৯ঃরিফাত
৪০ঃনাজমুল
৪১ঃরানা
৪২ঃরনি
৪৩ঃইমন
৪৪ঃসাকিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *