আজ পবিত্র জুমাতুল বিদা

Slider জাতীয়


পবিত্র জুমাতুল বিদা আজ। পবিত্র রজমান মাসের শেষ জুমার দিন। বরকতপূর্ণ এ মাসের শেষ জুমার নামাজ পড়তে মসজিদে যাবেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেদের গুনাহ মাফের জন্য দোয়া করবেন সবাই।

পবিত্র রমজান মাস উপলক্ষে জুমার দিনের মর্যাদা আরো বেড়ে যায়। রাসুল (সা.) জুমার দিন সম্পর্কে বলেছেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, কোনো মুসলিম বান্দা মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি তা দেন। আর সেই মুহূর্ত খুবই কম সময়ের হয়ে থাকে। রাসুল (সা.) বলেছেন, ‘আদম সন্তানের সব আমলের সওয়াব ১০ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, তবে রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব। সে কেবল আমার জন্য পানাহার ও প্রবৃত্তি পূরণ থেকে বিরত থেকেছে। ’

শবেকদর উদযাপিত : গতকাল ধর্মীয় গাম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালিত হয়েছে। রাজধানীর বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে রাতটি উদযাপন করেন মুসল্লিরা। এ রাতে দেশের বেশির ভাগ মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম হয়। অনেক মসজিদে মধ্যরাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *