গাসিকের প্রথম মেয়র মান্নান জীবন মৃত্যুরসন্ধিক্ষনে

Slider টপ নিউজ


ঢাকা: গাজীপুর সিটির প্রথম মেয়র ও বিএনপি সরকারের প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান লাইফ সাপোর্টে রয়েছে। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে বর্তমানে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন তিনি। গত রাতে তার অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

আজ অধ্যাপক এম মান্নানের পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭২ বছর বয়সী বিএনপির এই নেতা দীর্ঘদিন যাবত অসুস্থ। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় তিন বছর জেলে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান। তখন থেকেই তিনি অসুস্থ।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *