দু’দিন ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না ট্রেনের টিকিট

Slider জাতীয়


ঈদযাত্রায় রেলের ১ মে’র টিকিট নিতে মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন টিকিটপ্রত্যাশীরা। অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন দুই দিন ধরে। তবুও মিলছে না টিকিট নামক সোনার হরিণের।
দু’দিন ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না ট্রেনের টিকিট

শ্যামলি থেকে টিকিটের জন্য আসা রিমন নামে এক ব্যক্তি বলেন, টিকিটের জন্য প্রায় দুই দিন ধরে লাইনে আছি তবুও টিকিট পাচ্ছি না। এখন বলতেছে টিকিট শেষ। টিকিটের জন্য এত কষ্ট করেও পেলাম না। এত টিকিট গেলো কোথায়?

টানা দুই দিনের এমন অপেক্ষার পরও কমলাপুর রেলস্টেশনে টিকিট পাননি অনেকে। তারপরও ধৈর্য্য ধরে অপেক্ষা।

বুধবার (২৭ এপ্রিল) দেওয়া হবে ১ মে’র টিকিট। দুই দিন টিকিট না পেলেও ভোর হলে টিকিট মিলবে এমন প্রত্যাশায় অপেক্ষায় থেকে কাউন্টারের সামনেই বিছানা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছেন অনেকে।

আজিমপুর থেকে টিকিটের জন্য আসা নাঈম নামে আরেক ব্যক্তি বলেন, আমি ৩০ তারিখের টিকিটের জন্য রোববার (২৪ এপ্রিল) রাত ৮টায় এসেছি। এখন পর্যন্ত (মঙ্গলবার রাত ১১টা) লাইনে আছি, তবে টিকিট পাইনি।

অনলাইনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যানজট এড়িয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ট্রেনের টিকিট পেতে এ লড়াই। অভিযোগ রয়েছে কালোবাজারিরও।

২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে ২৭ তারিখ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *