নিউমার্কেট বন্ধ, কলেজও বন্ধ, পরিস্থিতি শান্ত, যান চলাচল স্বাভাবিক

Slider জাতীয়


ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা আজ সকালে দোকানপাট খোলেনি। ব্যবসায়ী বা কর্মচারীদের সড়কে দেখা যায়নি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যানচলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন। আজ সকাল ১০টায় নিউমার্কেট এলাকায় এ চিত্র দেখা গেছে।

গত সোমবার রাতে নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবারের দাম নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ও দোকান কর্মচারীদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাতভর সংঘর্ষের রেশ চলে গতকাল সন্ধ্যা পর্যন্ত।
দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে সাংবাদিক সহ আহত হন কয়েক শতাধিক। সংঘর্ষের জেরে গতকাল মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এরপর প্রভাবে পুরো ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *