বোরো ধানে চোখে মুখে সোনালী স্বপ্ন দেখছেন কৃষকরা”

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


শ্রীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চলতি বরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ১৭ এপ্রিল শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঘুরে দেখা গেছে,মাঠে মাঠে সবুজের সমাহার, প্রতিটি ধান গাছে ধানের শীষ বেড়িয়েছে। গামুর হয়েছে গাছগুলো ধান এসেছে মুখে মুখে। পূবালী বাতাসে গাছগুলো দোল খাচ্ছে অার মিতালি করছে।কৃষকরা ধানের জমিতে ঘুরছে অার স্বপ্ন দেখছেন। পোকামাকড় দূরীকরণে কীটনাশক ক্ষেতে স্প্রে করছেন। ধানের ক্ষেতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। অাবার অনেক জমিতে বৈশাখে মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে ধান কাটা ও মাড়াই।

কাওরাইদ এলাকার বেলদিয়া গ্রামের কৃষক বাবুল মিয়া বলেন, এ বছর অামি ৫ বিঘা জমিতে ২৮,২৯,হাইব্রিড লালতীর ধান লাগিয়েছি।গত মৌসুমে বোরো ধানের দাম ভালো পেয়েছি।তাই গতবারের চেয়ে এ বছর এক বিঘা জমি বেশি ধান চাষ করেছি।

বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের কৃষক অালম মিয়া বলেন, গতবারের চেয়ে এইবার বোরো ধানের ফলন ভালো দেখছি।ক্ষেতে তেমন কোন রোগ বালাই নেই।যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না অাসে, তাহলে ধানের ভালো ফলন পাবো এবং ধান ভালো ভাবে ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *