বিশ্বে করোনার তাণ্ডব আরও কমেছে

Slider সারাবিশ্ব


বিশ্বব্যাপী করোনার তাণ্ডব গত কয়েক দিন ধরেই নিম্নমুখী। সোমবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের চিত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। এ সময় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। মারা যান ১ হাজার ১৮৪ জন।

এর আগের দিন রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। মারা গিয়েছিলেন ১ হাজার ৫৯৩ জন। তার আগে শনিবার (১৬ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। মারা যান ২ হাজার ২৩৯ জন।

সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৮৫ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২২ হাজার ৭৫৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩৪৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪৫১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ২৬৬ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৭৮২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৬১৮ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ১১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২৪ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১৫৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৩ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৪২৯ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *