বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Slider অর্থ ও বাণিজ্য


রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা শাখা। এসময় সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে ভোজ্যতেল বিক্রির অপরাধে একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে চৌমুহনী দক্ষিণ বাজারে নোয়াখালীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করেছে।

বাজারে অভিযানের বিষয়ে মো. কাউছার মিয়া জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চৌমুহনী দক্ষিণ বাজারের ‘জয় রাম ভান্ডার’ এর বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। পরে প্রতিষ্ঠানের মালিক জয় রামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *