দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

Slider জাতীয়


দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মো. জুলফিকার আলী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ভারতের হায়দরাবাদে চিকিৎসা নিচ্ছিলেন।

মো. জুলফিকার আলী ১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন। ২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। উপপরিচালক থেকে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত ১৩ জনের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

মো. জুলফিকার আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহ। তবে শৈশব কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়ালেখা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *