বগুড়া জেলায় ২য় ধাপে টিসিবির (TCB)-এর পণ্য বিক্রি শুরু হবে

Slider অর্থ ও বাণিজ্য


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ ফ্যামিলি কার্ডের মাধ্যমে বগুড়ায় ২য় ধাপে টিসিবির পণ্য বিক্রি আগামী ৭ তারিখ থেকে শুরু হবে। জেলার ২৭৫টি স্পটে প্রায় ১২দিন ধরে চলবে এ কার্যক্রম। গত ২০ মার্চ বগুড়া জেলায় প্রথমবারের মত বগুড়ায় ফ্যামিলি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রম শুরু হয়। এসময় জেলায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার টিসিবির মাধ্যমে পণ্য ক্রয় করেন।

প্রথম ধাপে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পেরেছিলেন। তবে এবারের ধাপে এসব পণ্যের সাথে দুই কেজি করে ছোলাও কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার টিসিবির কার্ড পেয়েছেন। এর মধ্যে জেলার আদমদীঘিতে ৯ হাজার ৮৬৬টি, বগুড়া সদর উপজেলায় ২৬ হাজার ৩৪২টি ধুনটে ১৬ হাজার ৪১০টি, দুপচাঁচিয়ায় ১১ হাজার ২৯৫টি, গাবতলীতে ১৬ হাজার ৩৫৩টি, কাহালুতে ৯ হাজার ৩১৯টি, নন্দীগ্রামে ১০ হাজার ২১টি, সারিয়াকান্দিতে ১৪ হাজার ৭৩৯টি, শাজাহানপুরে ৬ হাজার ৫৫টি, শেরপুরে ১৩ হাজার ৭৯৬টি, শিবগঞ্জে ১৬ হাজার ২৩৭টি এবং সোনাতলায় ১২ হাজার ৭৬৫টি।

জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, জেলায় প্রথম ধাপে ১ লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার কম দামে টিসিবির পণ্য ক্রয় করেছেন। কার্ড আছে কিন্তু পণ্য পায়নি এমন অভিযোগ পাওয়া যায়নি। আশা করি ২য় ধাপেও কার্ডধারীরা এ কার্যক্রমের মাধ্যমে কম দামে পণ্য কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *