লড়াই করে হারলো বাংলাদেশ

Slider খেলা

67584_sp

স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের সঙ্গে তুমুল লড়াই করে শেষ পর্যন্ত তিন উইকেটে হার মানলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে আট বল আর তিন উইকেটে হাতে রেখেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। দুটি উইকেটই দখল করেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব। তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান মার্টিন গাপটিল। দলীয় ১৬৪ রানে সেঞ্চুরি করা গাপটিলকে ফিরিয়ে তৃতীয় সফলতা এনেদেন এই অলরাউন্ডার। তবে চতুর্থ উইকেট ইলিয়টকে সঙ্গে নিয়ে দ্রুত ৪৬ রানের জুটি গড়েন টেইলর। জুটির ৪৬ রানের মধ্যে ৩৯ রান করে ভয়ঙ্কর হয়ে উঠা ইলিয়টকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান রুবেল হোসেন, এতেই জমে উঠে ম্যাচ। দুই ওভার পরেই দারুন খেলতে থাকা রস টেইলরকে বিদায় করেন নাসির হোসেন। ৪১.২ ওভারে ২১৯ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের। দলীয় ২৪৭ রানে রনকিকে নাসিরের তালুবন্দি করে ম্যাচ জমিয়ে তোলেন সাকিব। এটি ম্যাচে সাকিবের চতুর্থ শিকার। ম্যাচের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৬৯ রানে ৩৯ করা কোরি এন্ডারসনকে বোল্ড করে নাসির ম্যাচ জমিয়ে তোলের বাংলাদেশ। শেষ দিকে ভেট্টরি ১৬ ও সাউদি ১০ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন।
এর আগে হ্যামিলটনের সিডন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত সেঞ্চুরিতে ২৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ হাঁকিয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশী ব্যাসম্যান হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন এই ব্যাটসম্যান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ইতিহাসকে আরও আলোকিত করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২৩ বলে ১২৮ রানে। হাঁকিয়েছেন ১২টি চার ও ৩টি ছয়ের মার। এর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডে বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু একাবারও ২’শ ছাড়ানো ইনিংস খেলতে পারেনি টাইগাররা। শেষ ২০০৩ সালে ১৯৮/৭ রান করেছিল টাইগাররা। চলতি আসরে উড়তে থাকা ব্লাক ক্যাপসরা একমাত্র বাংলাদেশকেই আল আউট করতে পারেনি। বাকি সব দলকেই তারা আল আউট করে। এই ম্যাচে সৌম্য সরকার ৫১ ও সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৪০ রান। নিউজিল্যান্ডের বোল্ট, এন্ডারসন ও ইলিয়ট দুটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *