রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

Slider জাতীয়

কক্সবাজারের উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ৩টি ঘর, একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৭এর ব্লক-বি এর সাব ব্লক এইচে দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পার্শ্ববর্তী মাল্টিপারপাস সেন্টারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের মোবাইল টিম, স্থানীয় রোহিঙ্গা ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩টি ঘর, ১টি মাল্টিপারপাস সেন্টার পুঁড়ে যায়। এ ছাড়া পাশের ১টি সেল্টার ভেঙে ফেলা হয়। তবে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যায়নি।

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন রোহিঙ্গা মার যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *