উনি ভদ্রলোকের মতো কোর্টে সারেন্ডার করবেন

Slider জাতীয়

hasina_sm_832105364

Decrease font Enlarge font
ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আশা করি উনি আইন আদালত মানবেন, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, উনি ভদ্রলোকের মতো কোর্টে সারেন্ডার করবেন। এটাই ভদ্রলোকের নিয়ম।’

খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উনি যদি কিছুই না মানতে চান, তাহলে কিন্তু এদেশের মানুষ তাকে ছেড়ে দিবে না।’

বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত আরও ২৩৬ জনকে মোট ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি নেত্রীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উনি আইন মানেন না, আদালত মানেন না, উনি কিছুই মানেন না। ওনার মামলায় ৬৭টি তারিখ চলে গেছে। উনি আদালতে যান না। আর গেলেও লাঠি-সোটা, অস্ত্র, ক্যাডার বাহিনী নিয়ে যান। কোটকে অবমাননার জন্য।’

খালেদা জিয়া বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *