ইউক্রেনে রুশ আগ্রাসনে ১২ সাংবাদিক নিহত

Slider বিনোদন ও মিডিয়া

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট সংঘাতে মোট ১২ সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার এক টুইটবার্তায় ইউক্রেনের চিফ প্রসিকিউটর আইরিনা ভেনেডিকতোভা এই তথ্য জানান।

রুশ আগ্রাসনে একইসাথে আরো অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন বলে টুইটবার্তায় তিনি জানান।

তিনি বলেন, নিহত সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক রয়েছেন। অপরদিকে আহতদের মধ্যে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক রয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *