ইউক্রেনের রাশিয়ার অভিযানের আজ এক মাস হলো। গত মাসের ২৪ তারিখে হামলা শুরু করেছিল রাশিয়া। হামলার এক মাসের এই দিনে বিশ্বব্যাপী মানুষকে রাস্তায় নেমে প্রকাশ্যে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাতে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। প্রথমবারের মতো ইংরেজিতে দেওয়া এই ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার যুদ্ধ শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর অর্থ অনেক বিস্তৃত।’
তিনি বলেন, ‘রাশিয়া স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। রাশিয়া ইউরোপের সকল মানুষের স্বাধীনতাকে পরাজিত করার চেষ্টা করছে। বিশ্বের সকল মানুষের।’
‘বিশ্বকে অবশ্যই রাশিয়াকে থামাতে হবে। বিশ্বকে যুদ্ধ বন্ধ করতে হব ‘,- যোগ করেন জেলেনস্কি।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এক মাস (যুদ্ধের)। এত দীর্ঘ। এটি আমার হৃদয়, সব ইউক্রেনীয় ও পৃথিবীর প্রতিটি মুক্ত ব্যক্তির হৃদয় ভেঙে দিয়েছে।’