স্কুলে রুশ হামলা: ধ্বংসস্তূপে আটকা ৪০০ জন

Slider সারাবিশ্ব

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের মারিওপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রুশ সেনারা।

রোববার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে শনিবার (১৯ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। রাশিয়ার জোরদার হামলার মুখে স্কুলটিতে প্রায় ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন।

টেলিগ্রামে দেওয়া তথ্যে নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছে, রুশ সেনাদের হামলায় স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

অবশ্য হামলার পর তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও মারিওপোলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন কঠিন হয়ে পড়েছে। ফলে নগর কর্তৃপক্ষের দাবিটি যাচাই করতে পারেনি বিবিসি।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রোববার (২০ মার্চ) ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রুশ সেনাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়ে আসছে।

রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *