কয়লাখনি দুর্নীতি মামলা খালেদার আবেদনের রায় ১৫ মার্চ

Slider বাংলার আদালত

50638_f1

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর ১৫ মার্চ রায়ের জন্য রেখেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

ওই মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে গত বৃহস্পতিবার আদালত ১০ মার্চ রায়ের জন্য রাখেন। এ অবস্থায় আজ খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে যান। পরে খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা জানান, আদালত ১৫ মার্চ রায়ের জন্য রেখেছেন। এর আগে আমরা চাইলে শুনানি করতে পারব বলে বলেছেন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে। মামলা বাতিল চেয়ে তিনি আবেদন করলে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন। মামলাটি কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপরই গত সপ্তাহে শুনানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *