আবুধাবি থেকে দেশে প্রধানমন্ত্রী

Slider জাতীয়

পাঁচদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।
আবুধাবি থেকে দেশে প্রধানমন্ত্রী ।

এর আগে সোমবার (৭ মার্চ) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর পাঁচ দিনের এই সফর ঘিরে উচ্ছ্বসিত ছিলেন প্রবাসী ব্যবসায়ীরা।

সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ তিন বছর পর আবারও আমিরাত সফর করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বন্দর, শিল্প পার্ক, এলএনজি টার্মিনাল, পাওয়ার প্ল্যান্ট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুবাইয়ের ব্যবসায়ীরা।

মন্ত্রীপরিষদের সদস্য, এফবিসিসিআইয়ের প্রতিনিধি ও বিভিন্ন খাতের ব্যবসায়ীসহ প্রায় ৫০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *