সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার পথে টাইগাররা

Slider খেলা

সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার সকাল ১১টার দিকে প্রথম দলটি বিমানে উঠেছে। রাত ১১টায় যাবে সবচেয়ে বড় গ্রুপ। আর বাকিরা যাবেন আগামীকাল শনিবার সকাল পৌনে ১১টায়।

স্কোয়াডে নাম থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান সাকিব। দেশ সেরা অলরাউন্ডারকে ছাড়াই তাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। ‘

আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে আর ৬টি টেস্ট খেললেও একটাও জয় নেই টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *