যে কারণে হাদিসুরের মরদেহ দেশে আসতে বিলম্ব

Slider সারাবিশ্ব

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে তিনি এ তথ্য জানান।

শাখাওয়াত হোসেন বলেন, হাদিসুরের মরদেহ আজ (বৃহস্পতিবার) দেশে ফেরার কথা থাকলেও হাদিসুরের পরিবারের কাছে সম্মতিপত্র চেয়েছে রোমানিয়া সরকার। আজ সেই সম্মতিপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোমানিয়া সরকারের সবুজ সংকেত পাওয়ার পর আগামী শনিবার কিংবা রোববারের দিকে তার লাশ দেশে আসবে।

এর আগে, গত বুধবার (৯ মার্চ) রাতে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র সময় নিউজ জানান, বৃহস্পতিবার হাদিসুরের মরদেহে দেশে ফিরিয়ে আনা হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ প্রথমে মলদোভা নিয়ে যাওয়া হবে। এরপর রোমানিয়া ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে বুধবার (৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব-ইউরোপ) শিকদার বদিউজ্জামান বলেছিলেন, হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ বিষয়ে আমরা আন্তরিক। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে।

তিনি বলেছিলেন, হাদিসুরের মরদেহ কতদিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, তা টাইম ফ্রেম বেঁধে বলা মুশকিল। কারণ আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না। তবে তার মরদেহ দেশে আনতে আমাদের শতভাগ আন্তরিকতা রয়েছে।

তার আগে, এদিন দুপুরে ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া হয়ে দেশে ফেরেন। তাদের বহন করা বিমানটি বুধবার বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় ২৮ বাংলাদেশি নাবিক নিরাপদে দেশে ফিরতে পারায় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের নাবিকদের দেশে ফিরিয়ে আনতে পেরেছি।

নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে ফেরা ২৮ নাবিক হলেন- জি এম নূর ই আলম, মো. মনসুরুল ইসলাম খান, সেলিম মিয়া, রামকৃষ্ণ বিশ্বাস, মো. রোকনুজ্জামান রাজীব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মো. ওমর ফারুক, সৈয়দ আশিফুল ইসলাম, রাজীবুল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদী, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মোহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সারওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. শফিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *