রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি ভয়াবহ করে তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘রশিয়া টোয়েন্টি ফোর’ চ্যানেলে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন বলেন, ‘প্রতিবেশীদের প্রতি আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাকাই না।’
তিনি আরও বলেন, ‘সবার উচিত কী করে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে বিষয়ে ভাবা। সম্পর্ক ও সহযোগিতা স্বাভাবিক করতেই সবার মনোযোগী হওয়া উচিত।’
এসময় পুতিন আবারও বলেন, রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করা সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।