ইউক্রেনের পতাকা উড়ালো ঢাকার বৃটিশ হাইকমিশন

Slider জাতীয়

ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘অবৈধ’ উল্লেখ করে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বৃটিশ হাইকমিশনার।

রোববার নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে করা এক পোস্টে ইউক্রেনের পতাকার ছবি পোস্ট করে তিনি লিখেছেনঃ

“বিনা উস্কানিতে, অবৈধ রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে আজ সকালে যুক্তরাজ্য বাংলাদেশে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।”

এর আগে শনিবার রাতে দুই দেশের (ইউক্রেন ও যুক্তরাজ্য) দুটি পতাকার মাঝখানে দাঁড়ানো অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে রবার্ট চ্যাটার্টন ডিকসন লিখেছিলেনঃ

“বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে আমাদের ইউক্রেনিয়ান বন্ধুদের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্য।”

উল্লেখ্য, শনিবারই জানা যায় ইউক্রেনকে আরো মানবিক অথবা প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেবে বৃটেন এবং অন্য ২৫টি দেশ। এছাড়া, ব্যাংকিং ব্যবস্থায় অর্থ স্থানান্তরের সহজতম ব্যবস্থা সুইফট ব্যবহারে রাশিয়াকে নিষিদ্ধ করার জন্য অন্য দেশগুলোর সঙ্গে বৃটেনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও জানা গিয়েছিল। আজ (রোববার) জানা গেলো, রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *