ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী ধ্বংস করেছে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইতিমধ্যে রাজধানী ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে ইউক্রেনের লাখো মানুষ।
এমন পরিস্থিতিতে ফ্রান্সের পর রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটি ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০টি স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করবে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’