রাশিয়ান সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। নিরাপত্তা পরিষদে এক বৈঠকের পর তিনি বলেছেন, শান্তি স্থাপনে আরেকটি সুযোগ দেয়া উচিত। এর আগে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব নিয়ে বৈঠক শুরু হয়। তাতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে। কিন্তু এই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এ দেশটি। ফলে তাদের ভেটো দেয়ার কারণে প্রস্তাবটি ব্যর্থ হয়ে গেছে। এরপর অ্যান্তোনিও গুতেরাঁ টুইট করেন, যুদ্ধের মধ্য থেকে জন্ম হয়েছে জাতিসংঘের।
এর উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা। কিন্তু সেই লক্ষ্য আজ অর্জন করা গেলো না। তাই বলে আমরা আশা ছেড়ে দেবো না। অবশ্যই শান্তি প্রতিষ্ঠাকে আমাদেরকে আরও একটি সুযোগ দিতে হবে। এর পরপরই তিনি রাশিয়ান সেনাদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহবান জানান।
ওদিকে খসড়া ওই প্রস্তাবটি যারা সমর্থন করেননি তাদের ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেজিয়া। তিনি এই প্রস্তাবটিকে রাশিয়াবিরোধী বলে অভিহিত করেছেন।