সার্চ কমিটিতে ইসির যত নাম

Slider জাতীয়

নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা এসব নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।

গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে আছেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক, অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক আমলা এবং অবসরপ্রাপ্ত সেনা-পুলিশ কর্মকর্তাও। এর আগে গত রবিবার সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন। নতুন ইসি গঠনে মতামত নিতে কমিটি বিশিষ্টজনদের সঙ্গে দুই দিনে তিন দফা বৈঠক করে। আর নাম জমা না দেওয়া ১৫টি রাজনৈতিক দলকে নাম প্রস্তাবে গতকাল বিকাল ৫টা পর্যন্ত সময় দেয়। সার্চ কমিটির কাছে তিন শতাধিক নাম জমা পড়েছিল বলে রবিবারই জানিয়েছিলেন সার্চ কমিটির দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রস্তাব করা হলো যাদের নাম : মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের প্রস্তাবিত এই তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার পাওয়া গেছে। এ বিষয়ে তালিকায় বলা হয়েছে, তালিকার নাম বিভিন্ন সংগঠন/ব্যক্তি প্রস্তাব করেছে। তালিকায় একই ব্যক্তির নামের পুনরাবৃত্তি পরিহারযোগ্য। নামের বানান ও পদবির করণিক ত্রুটি সংশোধনযোগ্য। প্রস্তাবিত নামের তালিকায় উল্লেখযোগ্যরা হলেন- অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান মনসুর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, পিএসসির সাবেক সদস্য ড. আনোয়ারা বেগম, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুনুর রশিদ, জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা, মোহাম্মদ শফিউল আলম, সাবেক মুখ্যসচিব মোহম্মদ আবদুল করিম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবদুল করিম, নজিবুর রহমান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, হেদায়েতুল্লাহ আল মামুন, মহিবুল হক ও শহীদুজ্জামান, কাজী হাবিবুল আউয়াল, মোস্তাফা কামাল উদ্দিন, মেসবাহুল আলম।

সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার, ড. মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা এম আবদুল মালেক মিয়া, মুশফিকা ইকফাত, আবদুল মান্নান, ফাইজুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, ফয়জুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন আহমেদ, জিল্লার রহমান, সিরাজুল হক খান, আবু আলম শহীদ খান।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন, সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বোরহান উদ্দিন, মঈনুল ইসলাম চৌধুরী, মুসা খালেদ, মোমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি আবু বকর সিদ্দিকী। সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক।

সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক মুহাম্মদ ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভুঞা, নারী নেত্রী রোকেয়া কবীর, ফেমার সাবেক সভাপতি মনিরা খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান।

শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, সাংবাদিক অজয় দাস গুপ্ত, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, পুষ্টিবিদ ড. নাজমা শাহীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. বিনায়ক সেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, কথাসাহিত্যিক অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, জনিপপের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম।

এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব রোকসানা কাদের, যাত্রাবাড়ী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ও চট্টগ্রামের সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি প্রমুখ।

সিনিয়র আট সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক বিকালে : নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান (সার্চ) কমিটি। আজ বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম জানিয়েছেন। তিনি বলেন, পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের ফের বৈঠকে ডাকা হয়েছে, তারা বিশিষ্ট সিনিয়র সাংবাদিক। নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদকে বৈঠকে ডাকা হয়েছে বলে জানান যুগ্মসচিব। এর আগে ১২ ও ১৩ ফেব্রুয়ারি তিন দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসে মতামত নিয়েছে সার্চ কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *