বাড়ি ও ক্লিনিক দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই : জায়েদ খান

Slider বিনোদন ও মিডিয়া

পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক উপাধ্যক্ষ গীতা রানী মজুমদারের বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন জায়েদ। গতকাল রবিবার তার বিরুদ্ধে বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ এনে গীতা রানী মজুমদার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছেন। এ নিয়ে দুটি মামলাও করেছেন বলে জানিয়েছেন গীতা রানী। তবে এসব অভিযোগকে ‌ষড়যন্ত্র বলে দাবি করেছেন জায়েদ।

গণমাধ্যমকে জায়েদ খান জানান, ‌‘বাড়ি ও ক্লিনিক দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।আমার বড় ভাই ক্লিনিকের অর্ধেক মালিক। বাকি অর্ধেক কেনার জন্য তাদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে ঘুরাচ্ছে। এ ঘটনায় একটি মামলা চলমান। এটি আমার ভাইয়ের এবং তাদের একান্ত বিষয়। এর সঙ্গে আমি জড়িত নই।’

জায়েদ খান আরও বলেন, ‌‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমার গুটিকয়েক লোক, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, আবার তারাই টাকা দিয়ে লোক ভাড়া করে এনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। শিল্পী সমিতিতে যারা সহযোগী সদস্য হয়েছেন এবং যে গ্রুপটি নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করছে, পিরোজপুরে ক্লিনিক দখলের অভিযোগ তোলা তারই অংশ। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *