যে ২ শর্ত যুক্ত হলো বিধিনিষেধে

Slider জাতীয়

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার আরোপিত চলমান বিধি-নিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। সে সঙ্গে স্কুল-কলেজের শ্রেণিকক্ষে পাঠদান আর জনসমাগমে বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

বৃহস্পতিবার বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন সংশোধিত শর্ত দুটি হলো:
১. উন্মুক্ত স্থানে ও ভবনের ভেতরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অব্যশই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার সনদ আনতে হবে।

২. সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানবন্ধ থাকবে।

আগের দেয়া বিধিনিষেধের মেয়াদ শেষ হবে আগামী রোববার (৬ ফেব্রুয়ারি)। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন ১১টি নির্দেশনা দেয়া হয়েছিল। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।

এদিকে করোনা পরিস্থিতিতে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রথম, ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো লকডাউন দেয়ার সময় দ্বিতীয় দফা, একই বছরের জুলাইয়ে শাটডাউন দেয়ার সময় তৃতীয় দফায় এই ধরনের বিধিনিষেধ দেয়া হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *