ইসি গঠনে অনুসন্ধান কমিটি হতে পারে আজ

Slider জাতীয়

ধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার গঠন হতে পারে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুসন্ধান কমিটি গঠন করবেন। চলতি সপ্তাহের শুরু থেকে এ নিয়ে আলোচনা চলছে।

প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের এক বিচারপতির নেতৃত্বে নারীসহ ছয় সদস্যের এ কমিটি গঠন করা হবে। এরপর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা বুধবার রাতে বলেন, আজ অনুসন্ধান কমিটি গঠনের সম্ভাবনা আছে।

সংসদে পাস হওয়া আইন অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সিইসি ও ইসির নাম সুপারিশ করবে অনুসন্ধান কমিটি। তবে নাম পাঠানোর জন্য কমিটি ১৫ কার্যদিবস পাবে। আইনে থাকা যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।

সম্প্রতি সিইসি ও ইসি নিয়োগ আইন-২০২২ সংসদে পাস হওয়ায় অনুসন্ধান কমিটি গঠন নিয়ে অনেকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। কে অনুসন্ধান কমিটির প্রধান বা সদস্য হচ্ছেন, এ নিয়ে সর্বত্রই আলোচনা চলছে। আলোচনার শীর্ষে আছেন বর্তমানে ছুটিতে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান। তাদের মধ্য থেকে একজনকে কমিটির প্রধান করা হতে পারে।

সদস্যদের মধ্যে প্রধান বিচারপতি মনোনীত একজন হাইকোর্টের বিচারপতি, কম্পট্রোলার ও অডিটর জেনারেল, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দু’জন বিশিষ্ট নাগরিক থাকতে পারেন। রাষ্ট্রপতি মনোনীত দু’জনের মধ্যে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিব ও নারী সদস্য হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক থাকতে পারেন।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *