১৬ ভোট কীভাবে নষ্ট হলো, জানতে চান নিপুণ

Slider বিনোদন ও মিডিয়া

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরই মধ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আপিল করেছেন তিনি।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করে নিপুণ বলেন, ‘আমাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে? এই ভোট কাস্টিং করে দিলেই আমি ২ ভোটে জিতে যাবো। আরেকটা কথা বলছে চাই, প্রশাসন আমাকে অসহযোগিতা করেছে। ’

এর আগে এদিন দুপুরে ভোট পুনর্গণনা চেয়ে লিখিতভাবে আপিল করেছেন নিপুণ।

এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

ইতোমধ্যে নিপুণ ছাড়াও এফডিসিতে প্রবেশ করেছেন ইলিয়াস কাঞ্চনসহ তাদের প্যানেলের কয়েকজন প্রার্থী। তবে এ বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেননি।

শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে সকাল ৯টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণ চলে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *