সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রাত পৌনে ৮ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে বিকেল থেকে ভিসির বাসভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে ঘেরাও করেছিলো আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছে- ক্যাম্পাসে আন্দোলন চললেও তিনি তার বাসভবনে বহাল রয়েছেন। ওখানে বসে তিনি আন্দোলনকে বিভ্রান্ত করতে চেষ্টা করে যাচ্ছেন। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাকে আর চায় না। এ কারণে জীবন দিয়ে কর্মসূচি পালন করলেও ভিসির টনক নড়ছে না। এ কারণে ভিসিকে ক্যাম্পাস থেকে বিদায় করে দিতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।