বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় লাঞ্ছিত
হয়েছেন চিত্রনায়ক ইমন৷ শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর উপস্থিত থাকাকালীন উঠতি অভিনয়শিল্পী শাহেন শাহ ইমনকে ধাক্কা দেয়। তখন ইমন পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে অনেকটা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মিশা সওদাগর এই ঘটনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
অভিযুক্ত শাহেন শাহকে নিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ছোট একটা মিছিল করে শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন লম্বা একটা ছেলে আমাকে ধাক্কা দেয়। আমি মনে করলাম আমি যে ইমন সে হয়তো চিনে না। আমি বললাম আমি ইমন।
তারপরও সে দোষ স্বীকার না করে তর্কাতর্কি, বেয়াদবি করে এবং আবার ধাক্কা দেয়। মিশা ভাই বললেও সে থামে না। আমি যদিও আঘাতপ্রাপ্ত হয়নি। এর থেকে বড় ঘটনাও ঘটতে পারতো। ইমন শাহেন শাহ কে চিনেন না এবং সে শিল্পী সমিতির সদস্য না বলেও জানান। এমন ঘটনার পর ইমন ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের সিনিয়রদের বিষয়টি অবহিত করেন। তারপর চিত্রনায়ক রিয়াজ, ইমন ও অন্যান্য প্রার্থীরা মিলে নির্বাচন কমিশনারকে অভিযোগ জানান। এমন ঘটনার নিন্দা জানিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, নির্বাচন কমিশনারের উপর আমাদের আস্থা আছে। আশা করি তারা ব্যবস্থা নিবেন। এদিকে, এফডিসির কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলে জানা যায়, শাহেন শাহ নামে যে অভিনয়শিল্পী ঘটনাটি ঘটিয়েছেন সে জায়েদ খানের পক্ষে কাজ করছেন। তবে সে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না।