শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্বুদ্ধ সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এ আলোচনা ঢাকার পরিবর্তে অনলাইন প্লাটফর্মে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী সাদিয়া জাহান।
তিনি জানান, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য ঢাকায় যাওয়ার সম্মতি জানিয়েছিলাম। তবে আলোচনায় অনশনরত এক শিক্ষার্থী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় আমরা তাকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আমরা ঢাকায় না গিয়ে অনলাইনের মাধ্যমে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।
সাদিয়া বলেন, যদি শিক্ষামন্ত্রী সিলেটে আসতে চান, আমরা তাতেও প্রস্তুত আছি।