বিএনপির ৬ নেতা-কর্মীর কারাদণ্ড

Slider রাজনীতি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলনে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে পঞ্চগড় শাখার ডাচ বাংলা ব্যাংক ভাংচুর মামলায় ১২ জন আসামির মধ্যে ৬ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালত। অপর ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
বিএনপির ৬ নেতা-কর্মীর কারাদণ্ড

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এই রায় দেন পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান।

দণ্ডপ্রাপ্ত নেতা কর্মীরা হলেন- পঞ্চগড় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাসানুজ্জামান পলাশ, হারুন অর রশীদ হারুন, হায়াতুন আলম, সাবুল হোসেন, আবু সালেক ডাবলু ও নুরে আলম বাবু (তুর্কী)।

সন্ধ্যায় আসামী পক্ষের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আদম সুফি সময় সংবাদকে বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। মামলার নকল কপির জন্য আবেদন করেছি। নকল কপি পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ হোসেন সরকার সন্ধ্যায় সময় সংবাদকে বলেন, অভিযুক্ত ১২ জন আসামীর মধ্যে ৬ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৬ জনের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এবং অপর ৬ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *