আরব নিউজের খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে সংক্রমণ বেড়ে দ্বিগুণ হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল-আবদ আল-আলি বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দেশ এখন সংকটময় সময় পার করছে।
এসময় তিনি সকলকে টিকার গুরুত্ব বুঝে টিকা ও টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জনসাধারণকে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন- মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মানতে বলেছেন।
রোববার দেশটিতে ৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে টিকা প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবে রোববার পাঁচ হাজার ৪৭৭ জন সংক্রমিত হয়েছে, মারা গেছে একজন।
দেশটিতে ৫৮৭টি টিকাকেন্দ্র চালু রয়েছে। যারা এখনও টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।