ভোট দিয়েই আইভী বললেন, বিজয় শতভাগ নিশ্চিত

Slider জাতীয়


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ভোট দিয়েছেন বেলা ১১টার আগে। বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করে নগরীর শিশুবাগ বিদ্যালয়ে নিজের ভোট দেন। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত। নৌকা জিতবেই শতভাগ নিশ্চিত।

রোববার সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে উপস্থিত হন তিনি। এবার জয় পেলে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হবেন আইভী।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার। ভোট দিয়ে তৈমূর লক্ষাধিক ভোটে জয় পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তবে নৌকার প্রার্থী আইভি বিজয় চিহ্ন ‘ভি’ দেখালেও হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম দেখালেন সংগ্রামের চিহ্ন।

এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।
১৯২টি কেন্দ্রে ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *