তৈমূরের ১০ কর্মী গ্রেফতার, এটিএম কামালের বাড়িতে পুলিশের অভিযান

Slider জাতীয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিগত কয়েকদিন ধরে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করে আসছিলেন।গতকাল শুক্রবার থেকে এ পর্যন্ত ১০ জন নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টকে গ্রেফতারের অভিযোগ করেন তৈমূর আলম খন্দকার।

এদিন বিকেলে তার প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামালের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান তিনি। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
এদিকে, গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মমতাজ মিয়া, মো. জামাল, মো. গিয়াসউদ্দিন প্রধান, আহসান হোসেন ভূঁইয়া, মনির হোসেন, আহসানউল্লাহ, কাজী জসিম উদ্দিন, মো. বোরহান উদ্দিন, আবু তাহের, জয়দেব চন্দ্র মন্ডল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, আমরা কারও পক্ষ বা বিপক্ষে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে আমরা শুধু তাদেরই গ্রেফতার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *