নারায়ণগঞ্জে নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ রোববার

Slider জাতীয়

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের কয়েকটি জেলায় সংসদ, পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনী এলাকার ব্যাংক শাখা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ জানুয়ারি ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা/উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *