নৌকা ও হাতিতে আস্থা হারিয়েছে মানুষ : খেলাফতের মেয়র প্রার্থী

রাজনীতি

নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এ বি এম সিরাজুল মামুন বলেছেন, ‌‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা ও হাতি প্রতীকের বাগবিতণ্ডার কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। সরকারদলীয় মেয়র প্রার্থী আইভী ও একটি পরিবারের সমর্থনীয় প্রার্থী তৈমূর আলম ইতোমধ্যেই আস্থা হারিয়েছেন। নৌকা ও হাতি প্রতীককে মানুষ এখন বিশ্বাস করেন না। বিকল্প প্রার্থী খুঁজছেন তারা। দেয়াল ঘড়ি প্রতীক ইতোমধ্যেই জনগণের ভালোবাসার আস্থা অর্জন করেছে। জানমালের নিরাপত্তাসহ ইতিবাচক আলোকিত নারায়ণগঞ্জ গড়তে সিরাজুল মামুনকে ভোট চাই।’

বুধবার রাতে বন্দরের ২৬ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন দেয়াল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী সিরাজুল মামুন।

তিনি বলেন, আর মাত্র ৩দিন পরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ কাজ করছে। কিন্তু আমরা মাঠ ছাড়ব না।’
গণসংযোগকালে খেলাফত মজলিসের শীর্ষ নেতা মাওলানা আহম্মদ আলী কাশেম, মাওলানা সালাউদ্দিন, তাওহিদুল ইসলাম তুহিন, মুফতী আলী আকরাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা এমদাদ সিরাজী, হাফেজ কবির হোসেন, ইসলামী ছাত্র মজলিসের নেতা শাব্বির আহম্মেদ, জাহিদ হাসানসহ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও ঢাকা মহনগরী কমিটি এবং বন্দর থানা ও মহানগর কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *