শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

Slider গ্রাম বাংলা

গাজীপুরের শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষর ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (ছাতিরবাজার) এলাকায় ওই ঘটনা ঘটে। এতে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদ আহমদ সরকার (আনারস) প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে দশটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহত হয়েছেন ১৫জন। নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে আমার নৌকা প্রতীকের মিটিং চলছিলো টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ তাঁর কর্মী সমর্থকরা শতাধিক মোটরসাইকসহ মিছিল এসে আমার মিটিংয়ে হামলা চালায়। এসময় আমার নৌকা সমর্থনের কমপক্ষে ৫জন কর্মী আহত হয়েছে। অপরদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ সরকার বলেন, শান্তিপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করা মাত্রই লাঠিসুটা নিয়ে আমার নেতাকর্মীর উপর হামলা চালিয়ে কমপক্ষে ৫টি মোটরসাইকেল ভাংচুর করে৷ এসময় হামলায় কমপক্ষে ১০জন কর্মী আহত হয়েছে।

এদিকে হামলার পরপরই প্রতিবাদ সভা করেছে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন সরকার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.লিয়াকত ফকির, উপজেলা আওয়ামিলীগ আহবায়ক কমিটির সদস্য হায়দার আলী শেখসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দুই চেয়ারম্যান প্রার্থীরা। কয়েকটি মোটরসাইকেল ভাংচুর হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম, পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *