হংকং ইউনিভার্সিটি থেকে সরানো হল সেই ‘পিলার অব শেম’ ভাস্কর্য

শিক্ষা


অবশেষে গণহত্যা স্মরণে নির্মিত বিখ্যাত তিয়েনআনমেন স্কয়ার ভাস্কর্যটি অপসারণ করা হয়েছে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাস থেকে। জানা গেছে, গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সে অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় সময় রাতে এটি সরিয়ে ফেলা হয়। খবর বিবিসির।

এসময় নির্মাণ শ্রমিকেরা ছাব্বিশ ফুট উঁচু তাম্রনির্মিত ভাস্কর্যটি সরাতে প্লাস্টিকের শিটের আড়ালে রাতভর কাজ করেন। হংকং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইনি পরামর্শের ভিত্তিতে ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে পুরোনো ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়টের গড়া ‘পিলার অব শেইম’ ভাস্কর্যটি ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে বসানো হয়। ভাস্কর্য অপসারণ করায় গ্যালশিয়ট বলেছেন, ভাস্কর্য অপসারণের বিষয়টি ‘সত্যিই নিষ্ঠুর’ এবং এটি সমাধি ধ্বংসের শামিল।

উল্লেখ্য, বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। চীন সরকারের ভাষ্য অনুযায়ী, সেদিনের ঘটনায় ২০০ জন নিহত হয়। পরে বিক্ষোভকারীদের স্মরণে ভাস্কর জেন্স ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। এটি ‘পিলার অব শেম’ নামেও পরিচিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *