‘আমি বিস্মিত’

Slider জাতীয়

65022_manna

 কথোপকথনের অডিও টেপ প্রচারের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। নিজের ফেসবুক পেজে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছন, দেশের এই যুগসন্ধিক্ষণে কারও চরিত্র হননের কাজ এই সঙ্কটকে আরও ঘনীভুত করবে।  তিনি বলেন, সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেইনি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে। যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোন ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই। সাদেক হোসেন খোকার সঙ্গে কথা হয়েছে আলাপচারিতার মতো আন্দোলনের প্রসঙ্গ এসেছে আমি বলেছি, গণতন্ত্রের দাবিতে আমি আন্দোলনে সমর্থন করি। সহিংসতা সমর্থন করি না। এ থেকে বেরিয়ে আসার জন্যে ব্যাপক জনগণকে সংযুক্ত করার চেষ্টা করা উচিত। সহিংসতা দায়িত্ব নিয়ে বর্জন করা উচিত। এ আন্দোলনে এখনও ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ জন্যই বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্তৃত করতে হবে। এটা করতে গিয়ে যদি পুলিশি বা সন্ত্রাসী হামলায় দু’চার জনের জীবনও যায় কিছু করার নেই। এমনিতেই তো মানুষ মরছে। আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই। একইভাবে সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোন বৈঠকই হয়নি। দেশের এই যুগসন্ধিক্ষণে কারও চরিত্র হননের কাজ সঙ্কটকে আরও ঘণীভূতই করবে। আমি আশা করি সবাই শুভ বুদ্ধিতে জাগ্রত হবেন এবং এই সঙ্কটকে ইতিবাচকভাবে মোকাবিলা করবেন।
মাহমুদুর রহমান মান্নার সঙ্গে একজন রাজনৈতিক নেতা ও অজ্ঞাত একজনের ফোনালাপের রেকর্ড গোয়েন্দা সংস্থার বরাতে প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। আলোচনা সমালোচনার মধ্যেই মান্না তার প্রতিক্রিয়া জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *