আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মা ডা. এরিকো নাকানোর কাছেই থাকবে জাপান থেকে আসা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা।
বুধবার এ আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে গত ২১ নভেম্বর এ সংক্রান্ত দুটি রিট আবেদনের রায় দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ।
রায়ে বলা হয়, দুই মেয়ে তাদের বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। মা ডা. এরিকো দেখা-সাক্ষাৎ এবং একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। যেহেতু মা জাপানি নাগরিক এবং সেখানে বসবাস ও কর্মরত থাকায় তিনি তার সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে শিশু সন্তানদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন সময় কাটাতে পারবেন। এ ক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে যাওয়া-আসাসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ ইমরান শরীফকে বহন করতে হবে। রিটটি চলমান থাকবে।
বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই কন্যাশিশু বাবার জিম্মায় থাকবেন-হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মা এরিকো।