আজ গাজীপুর মুক্ত দিবস

Slider গ্রাম বাংলা

গাজীপুর:আজ ১৫ ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালালে পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক বাহিনীর বিরাট একটি কনভয় ঢাকার দিকে রওনা দেয়।

ওই সময় পলায়নরত পাক হানাদার বাহিনীর বিরাট কনভয়টি ১৫ ডিসেম্বরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা নামক স্থানে পৌঁছালে এর উপর মিত্র ও মুক্তিবাহিনীর উপর্যুপরি প্রচণ্ড গোলা বর্ষণ অব্যাহত থাকে। এসময় পাকবাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ ধ্বংসের পাশাপাশি হতাহত হয় অসংখ্য পাক সেনা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাক বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ। এভাবে ১৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় গাজীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *