পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে উত্তরা – আগারগাঁও রুটে চলেছে মেট্রোরেল। আগামী ১২ ডিসেম্বর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উত্তরা থেকে ১৫ কিলোমিটার গতিতে আগারগাঁও অংশে পৌঁচ্ছায়। ১১ দশমিক ৫৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে দেড় ঘণ্টা। চলার সময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে থামে মেট্রোরেল।
মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ১২ ডিসেম্বর এই অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। বৃহস্পতিবার এ অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল।