১৩০ রানে জিতলো ভারত

Slider খেলা

64876_india

 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভারত। আজ তারা ১৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথমে ব্যাটিং শেষে প্রোটিয়াদের ৩০৮ রানের টার্গেট দেয় ভারত। জবাবে ৪০.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ফ্যাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নিয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্নে আজ টস জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলীয় ৯ রানে রোহিত শর্মার উইকেট হারালেও শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১২৭ রানে জুটি গড়েন ধাওয়ান। কোহলি ৪৬ রান করে আউট হন। আর তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ধাওয়ান ১২৫ রানে জুটি গড়রে বড় সংগ্রহের ভিত্তি পায় ভারত। ১৪৬ বলে ১৩৭ রান করে আউট হান বাঁ-হাতি ব্যাটসম্যান ধাওয়ান। ১৬ চার ও ২ ছক্কায় এইরান করেন তিনি। রাহানে করেন ৬০ বলে ৭৯ রান। আর ধোনি করেন ১১ বলে ১৮ রান। এ সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩০৭ তুলে ভারত। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের বিনিময়ে ২ উইকেট পান মরনে মরকেল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত। আর দক্ষিণ আফ্রিকায় জয় পায় জিম্বাবুয়েল বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *