জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল

Slider বাংলার আদালত


ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে আজ রোববার ঢাকার এই ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন হয়। ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক আসিফ এ আবেদন করেন। তবে বিচারক আস সামছ জগলুল হোসেন থানায় মামলা করার পরামর্শ দেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম বলেন, মামলার আবেদন আদালতে উপস্থাপন হয়েছিল। আদালত বলেছেন, এটা আমলযোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী মামলা নিতে পারে। থানায় গিয়ে মামলা করেন। এরপর তিনি মামলার আবেদন ফিরিয়ে নিয়েছেন।

তবে এ বিষয়ে আইনজীবী ওমর ফারুক আসিফ কিছু বলতে চাননি। এ প্রসঙ্গে পরে কথা বলবেন বলে জানান তিনি। এর মধ্যে একই অভিযোগে দণ্ডবিধি আইনে দেশের রাজবাড়ী ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *